জেলা প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি পিকআপ উল্টে ১২ পর্যটক আহত হয়েছেন।
আরও পড়ুন : রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়ও সূত্রে জানাগেছে ,সাজেক-বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় পর্যটকবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ জন পর্যটক গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত জানান, বিকেলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়েছে বলে খবর পেয়েছি। গাড়িতে থাকা পর্যটকরা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন : রোডমার্চে মোটরসাইকেল ভাঙচুর
সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, সাজেক থেকে খাগড়াছড়িগামী একটি পিকআপ ১২ জন পর্যটক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে গিয়ে আহত হন। ৪ জনের অবস্থা গুরুতর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে পর্যটকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সান নিউজ/এমএ