ফাইল ফটো
সারাদেশ
পরিবহন মালিকদের ধর্মঘট

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিকরা।

আরও পড়ুন: গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন

এ কারণে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকায় যায় না। শুধুমাত্র গোল্ডেন লাইন পরিবহন পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। তারা রাজবাড়ীর পরিবহন মালিকদের সাথে আলোচনা না করে নিজেদের মতো করে ট্রিপ চালাচ্ছিল।

আরও পড়ুন: ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

এতে তাদের বাধা দেওয়ায় রাজধানীর গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায় তারা। পরবর্তীতে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। তখন সিদ্ধান্ত হয়, গোল্ডেন লাইন রাজবাড়ীতে ২ টি ট্রিপ চালাবে।

কিন্তু তারা এ সিদ্ধান্তের বাইরে একাধিক ট্রিপ চালাচ্ছিল। এতে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এ ঘটনার পরই দ্বন্দ্ব শুরু হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

তবে গোল্ডেন লাইনের সাথে এ দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও পরিবহনটিরর সাথে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল। পরে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলোচনা করে এবং ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে বসে বিষয়টি মীমাংসা হয়।

তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ চালানোয় নিজেদের ক্ষতির কথা জানান রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সদস্যরা।

আরও পড়ুন: দক্ষিণের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন যাত্রীরা। এতে ভোগান্তিতে পড়ছেন তারা। ফলে অনেকে ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশা ও লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।

এক যাত্রী রিয়াজুর রহমান বলেন, ৩ দিন সরকারি ছুটি ছিল। আরেকদিন বাড়তি ছুটি নিয়ে আমি পরিবার নিয়ে বাড়িতে এসেছিলাম। সাথে আমার স্ত্রী ও ছোট ২ সন্তান রয়েছে। আজ ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে এসে শুনি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন স্ত্রী, সন্তান নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে।

এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা