নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও এক ছেলে সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন : জমি বিরোধে প্রাণ গেল ২ জনের
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী ২ জনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা বলেন, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্ত মাখা লাশ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে মোক্তার হোসেনের লাশ খুঁজে পায়।
আরও পড়ুন : জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের লাশ দেখতে পােই। পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ উদ্ধার করেছি। মনে হয় এটি মোক্তার হোসেনের লাশ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে ৩ দিন আগে তাদের তাদের হত্যা করা হয়েছে।
সান নিউজ/এএ