এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
আরও পড়ুন : বেনাপোলে ভারতীয় ট্যাবলেটসহ গ্রেফতার ১
২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ-আলম স্বাক্ষরিত তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন : বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সান নিউজ/এমআর