নিজস্ব প্রতিবেদক:
ভোলা: দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথকে বিদায় সংবর্ধনা দিয়েছে দৌলতখান প্রেসক্লাব।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ,সাংবাদিক, সামাজিক সংগঠন, রাজনীতিবিদ, পেশাজীবী এবং বিশিষ্ট নাগরিকরা আলাদাভাবে তাকে সংবর্ধনা দেন।
৩০তম বিসিএস কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ২০১৮ সালের ২৮ মার্চ দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, কর্মদক্ষতা দিয়ে উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন এই কর্মকর্তা। তিনি অনেক বাল্যবিয়ে বন্ধ করেছেন। তার হস্তক্ষেপে দখলমুক্ত হয়েছে অসংখ্য খাসজমি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন অসংখ্য মাদক ও অসাধু ব্যবসায়ীকে। বন্ধ করেছেন ইটের ভাটা, পরিবহন নৈরাজ্য, টোকেন চাঁদাবাজি, মাটি, বালু ও ভূমিদস্যুতা। জাল দলিল সৃজন ও পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে তার হাতে সাজা পেয়েছেন অনেকে। স্থানীয়দের কাছে তিনি ছিলেন বেশ প্রিয় একজন মানুষ।
বিদায় সংবর্ধনার জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিস্বরুপ জনগণ তাকে কখনো ভোলে না। এতে সরকারও ভালো কাজের মূল্যায়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বেনু, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান শরীফ, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজি জামাল প্রমুখ।
সান নিউজ/ এআর