ছবি: সংগৃহীত
সারাদেশ

আদালতে জামিন নিতে গিয়ে আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা: জমি নিয়ে বিরোধের জেরে চাকরিস্থলে ছুটি না নিয়ে গোপনে বাড়িতে এসে চাচাত ভাইকে মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও হত্যার চেষ্টা মামলায় আদালতে জামিন নিতে এসে রংপুর রিজিওনাল অফিসে কর্মরত এক বিজিবি সদস্যকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

আটককৃত আব্দুল মোতালেব (৩৫) সদর উপজেলার ঘনিমহেশপুর ধনিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার আসামির জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব বিজিবির রংপুর রিজিওনাল অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন। তিনি চলতি বছরের ১৪ জুলাই সকালে অফিসে ছুটি না নিয়ে গ্রামের বাড়ি ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে আসেন এবং তার বাবা-মার সঙ্গে পরামর্শ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।

এরপর তিনি প্রতিবেশী সাদেকুল ইসলাম নামে এক যুবকের সহায়তায় চাচাত ভাই রবিউল ইসলামকে বাড়ির সামনে ডেকে নেয়। রবিউল ইসলাম সেখানে
পৌঁছালে বিজিবি সদস্য মোতালেব বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে জখম করেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

এ সময় রবিউল প্রাণ বাঁচতে চিৎকার শুরু করলে মোতালেব ধারালো ছোড়া দিয়ে তার মাথা বরাবর আঘাত করেন। রবিউল তার বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে উক্ত আঘাত তার হাতে লেগে জখম হয়। এমনকি মোতালেবের পিতা আব্দুল জব্বারও রবিউলকে মারধোর করেন।

পরে প্রত্যক্ষদর্শীরা রবিউলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভিকটিম রবিউল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ভারতে গেলো আরও ১০ টন ইলিশ

আদালত বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতে রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেন। পুলিশ যথারীতি মামলা রুজুু করে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

এদিকে বিজিবি আব্দুল মোতালেব গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে দীর্ঘ শুনানী শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা