অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে গুলিবিদ্ধ লামিয়া
সারাদেশ

অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে গুলিবিদ্ধ লামিয়া

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: গুলিবিদ্ধ অবস্থায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে ১৩ বছরের কিশোরী লামিয়া। ৩৪ ঘণ্টা পার হলেও অস্ত্রোপচার করা সম্ভব হয়নি তার।

ভীষণ আতঙ্কগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয় লামিয়াকে। তাকে হাসপাতালের তৃতীয় তলায় ১১-১২নং ওয়ার্ডের ২২নং বেডে রাখা হয়েছে। বাম পায়ের ওপরের অংশে বিদ্ধ হওয়া গুলির অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে মেয়েটি

শনিবার (২৯ আগস্ট) রাত ৯টা পর্যন্ত হয়নি তার অস্ত্রোপচার। চিকিৎসকরাও বলছেন, যতোক্ষণ গুলি বের না করা হবে, ততোক্ষণ তার এ যন্ত্রণা বয়ে বেড়াতে হবে।

খুমেক হাসপাতালের সার্জারি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অনিরুদ্ধ সরকার জানান, লামিয়ার বাম পায়ের ওপরের অংশের (থাই) গুলিটি বিদ্ধ হয়েছে। তবে, এটি হাঁড়ে না লেগে মাংসের মধ্যে ঢুকে আছে। শনিবার তাকে অর্থপেডিক্স চিকিৎসককে দেখানো হয়েছে। এখন তার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। লামিয়া বর্তমানে আশঙ্কামুক্ত। জীবনের ঝুঁকি না থাকলেও তার পায়ের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

লামিয়া মহানগরীর মিস্ত্রিপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার জামাল হোসেনের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, লামিয়ার এক বছর বয়সে তার বাবা তাকে ও তার মাকে ফেলে রেখে চলে যান। এরপর থেকে লামিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকে। লামিয়ার মা অন্যের বাসায় কাজ করে তাকে লেখাপড়া শেখাচ্ছিলেন। সে এখন ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শুক্রবার বেলা ১১টার দিকে খুলনার মিস্ত্রিপাড়া আরাফাত জামে মসজিদের পাশে ঠিকাদার শেখ ইউসুফ আলীর বাড়িতে দুষ্কৃতকারীরা এসেছিলেন চাঁদা নিতে। ঠিকাদারের সঙ্গে বাক-বিতণ্ডার একপর্যায়ে চাঁদাবাজদের উদ্দেশ্যে তার লাইসেন্স করা বৈধ পিস্তল দিয়ে গুলি করেন ইউসুফ আলী। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্ধ হয় লামিয়ার বাম পায়ে।

লামিয়ার নানা জানান, শুক্রবার গুলি লাগার পর থেকেই ব্যথার যন্ত্রণায় ছটফট করছে লামিয়া। গুলি লাগার স্থানের রক্ত পড়া বন্ধ হলেও দু:সহ যন্ত্রণায় সারা রাত ঘুমায়নি। গতকাল শুক্রবার হওয়ায় বড় ডাক্তার না থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা সম্ভব হয়নি। গুলি বের করতে বোর্ড বসার কথা ছিল। এখনও তা হয়নি। অসহায় ও দরিদ্র লামিয়ার পাশে থাকতে সবার প্রতি দাবি জানান তিনি।

কেউ খোঁজ নিয়েছেন কি না- প্রশ্ন করলে লামিয়ার নানা বলেন, ‘ঠিকাদার ইউসুফ আলী বলেছেন, চিকিৎসার সব খরচ তিনি দেবেন। তিনি দুই হাজার টাকা দিয়ে তার আত্মীয়-স্বজন পাঠিয়েছিলেন হাসপাতালে। কিন্তু আমি তা রাখিনি।’

মামলা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কার বিরুদ্ধে মামলা করবো। ঠিকাদার ইউসুফ আলী তো ইচ্ছা করে গুলি করেননি। তিনি তো চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে গুলি করেছেন। ঠিকাদার চাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করতে পারেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

৪ বার টেন্ডারেও তালতলা-ডহরী খালে সেতু নির্মাণ শুরু হয়নি

ভিত্তিপ্রস্তরের দুই বছরেও মুন্সীগঞ্জের তালতলা-ডহরী খালে স্টিলের বেইলি ব্রিজের...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা 

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে...

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, নামাজ আদায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার...

বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীব...

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত সবুজের বাড়িতে শোকের মাতম

সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় ব...

নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল করে গাছ কাটার অভিযোগ

ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি...

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত...

থাইল্যান্ড-সিঙ্গাপুরে হাদির কেস সামারি পাঠানো হয়েছে 

শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। এ বিষয়ে প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা