নিজস্ব প্রতিবেদক:
বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের কলেজছাত্র আশিক রানা (১৯) হত্যাকাণ্ডে জড়িত শরীফ হারুন অর রশীদ (হারুন শরীফ) ও তার ভাই নজরুল শরীফসহ খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
নিহত আশিক রানা ওই গ্রামের সৌদি প্রবাসী আলমগীর শেখের ছেলে এবং ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
গত ১৫ আগস্ট বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি একই গ্রামের শরীফ হারুন-অর-রশীদের বাড়ির একটি কক্ষ থেকে আশিক রানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।
নিহতের চাচা বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে হারুন শরীফকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তিন আসামি হারুন শরীফের ভাই নজরুল শরীফ (৪২), মেয়ে মারিয়া খানম (১৫) ও সবুজকে (২০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার টাবনী বাজারে এই মানববন্ধনে অংশ নেন প্রায় দুই হাজার লোক।
মানববন্ধনের সমাবেশে বক্তব্য দেন বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাগর শেখ, মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। আরো অংশ নেন ডা. পলাশ, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল খায়ের শেখ, নওশের শেখ, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, মো. আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।
সান নিউজ/ এআর