নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: খেলাঘর ফরিদপুরের আয়োজনে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোররা পুরস্কৃত হয়েছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৮ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ১৫ আগস্ট পর্যন্ত।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের গোয়ালচামট মর্নিং বেল স্কুল চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি আলেয়া হক, উত্তম দত্ত ও রুবিয়া মিল্লাত, অর্থ সম্পাদক কাজী আলী আহসান কল্লোল, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববী, বৈশাখী চক্রবতী প্রমুখ।
সান নিউজ/ এআর