নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৫৭ পিস স্বর্ণের বারসহ নারী স্বর্ণ পাচারকারী বানেছা খাতুনকে (৩৫) আটক করেছেন বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আটককৃত বানেছা সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাদিপুর গ্রামে এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান এনে তার বাড়িতে মজুদ করছেন। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছা খাতুনকে আটক করা হয়। এসব স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/ এআর