জেলা প্রতিনিধি: নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয়ে গিয়ে ঐ টিউবওয়েলের পানি পান করে ২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
উপজেলা জনস্বাস্থ্য অফিস এ ঘটনার পর টিউবওয়েলটি সাময়িক বন্ধ করে দিয়েছে। পুলিশ সুপার তারিকুল ইসলাম এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রহিমা ও ইসরাত জাহান মেঘলা ছাত্রীদের জন্য নির্ধারিত টিউবওয়েলের পানি পান করে। পানি পান করার পরেই তারা অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
টিউবওয়েলটি পর্যবেক্ষণ করে পানিতে কিছু মেশানো হয়েছে এমনটি সন্দেহ করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয় আজকের দিনের জন্য ছুটি দেওয়ার অনুরোধ জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন।
বাগাতিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিউবওয়েলটিতে কীটনাশক জাতীয় বিষ মেশানো হয়েছে। টিউবওয়েলটি আজ বিষমুক্ত করতে না পারায় বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বোয়ালমারীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত তালিম জানান, অসুস্থ ছাত্রীদের বিষমুক্ত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা এখন বিপদমুক্ত।
সান নিউজ/এএ