মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাট বালিগাঁও গ্রামের মো. মিজান (৫৫) হত্যাকাণ্ডের ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান পাঠানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : পানির অপচয় বন্ধ করতে হবে
সোমবার দিনগত রাতে ঢাকার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। সে ওই গ্রামের আইয়ুব আলী পাঠানের ছেলে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান জানান, পাওনা টাকা নিয়ে দ্বন্দের জের ধরে ২০০০ সালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাট বালিগাঁও গ্রামে মিজানকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন : ১৫৯ যাত্রী নিয়ে শস্যখেতে বিমান
পরে ২০০৪ সালে জেলা ও দায়রা জজ আদালত আসামি আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করে। হত্যাকাণ্ডের পর প্রায় ৫ বছর সৌদি আরবে পালিয়ে থাকে আব্দুর রহমান। পরবর্তীতে দেশে ফিরে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলো সে।
২২ বছর পর সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সান নিউজ/এমআর