জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় নৌকায় ভ্রমণের নামে নারীদের ভাড়া করে অশালীন নাচ করার দ্বায়ে ৪ নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মানিকগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগ
শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাড়াশ সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের ছাবলু মোল্লা (৪২), বামনকোলা গ্রামের সেলিম প্রামাণিক (৩৩), মশিন্দা কান্দিপাড়ার আজাদুল ইসলাম (৩৩), জামাল হোসেন (৩৯), বাবু প্রামাণিক (২৭), ছাবলু হাসান (৩১), আলমগীর হোসেন (২৮), বাচ্চু মোল্লা (৪০), নাচকৈর গ্রামের আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মারিয়া খাতুন (১৯), আসমা খাতুন (২৫) ও আয়শা আক্তার (১৯)।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক ৪ জন নারীকে ভাড়া করে এনে নৌকায় অশালীন ও উচ্চস্বরে গান বাজিয়ে নারীদের সাথে ফুর্তি করছে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধামাইচ এলাকা অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারীকে আটক করে।
আরও পড়ুন: রংপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মুলত প্রতিবছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ-ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকেরা। সাথে চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।
সান নিউজ/এমএ/এনজে