জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপ, অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: জঙ্গলে মিলল জীবিত নবজাতক
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিশিড়ি গ্রামের নাজমা আক্তার (৪০), একই ইউনিয়নের লাদিয়া গ্রামের রুমেন মিয়া (৫৫)। এছাড়া হাসপাতালে নেয়ার পথে রাজাপুর এলাকার করিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫) মারা যান।
আরও পড়ুন: পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক রুমেল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। পুলিশ পিকআপ, সিএনজি অটোরিকশা ও অটোভ্যান জব্দ করেছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন।
সান নিউজ/এনজে