জেলা প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে খালে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় চাচা-ভাইপোর মৃত্যু
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশগাড়ি ইউনিয়নের উত্তর উড়ারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সালমান শিকদার (১০) ওই গ্রামের সোলায়মান শিকদারের ছেলে।
আরও পড়ুন : পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমান শিকদার তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খালে সাঁতার শিখতে যায়। এসময় কলা গাছ দিয়ে সাঁতার কাটতে কাটতে বেশ দূরে চলে যায় সে। একপর্যায় তীব্র স্রোতে কলা গাছ থেকে হাত ছুটে গিয়ে খালে ডুবে যায় সালমান।
এসময় তার সঙ্গে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর খাল থেকে সালমানকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খালের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। বিষয়টি দুঃখজনক।
সান নিউজ/জেএইচ