ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অফিসে না গিয়ে বাড়িতে টাকার বিনিময়ে রোগী দেখেন!
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের চাপাতি (চুয়ামনি) গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জুনায়েদ পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকার জাকির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু জুনায়েদ ইসলাম তার মায়ের সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়ি সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামে বেড়াতে আসে।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত
দুপুরে সে নানার বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়।
পরবর্তীতে বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানি হতে তাকে মৃত উদ্ধার করে।
আরও পড়ুন: রাজস্ব কর্মকর্তার ওপর হামলা, আটক ১
জুনায়েদ ইসলামের নানা আবু তাহের বলেন, আমার মেয়ে জেসমিন আক্তার ও আমার নাতি জুনায়েদ সকাল ১০ টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার মেয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলছিলো। আমার নাতি জুনায়েদ আঙ্গিনায় খেলা করছিল কিন্তু হঠাৎ খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে চলে যায়। আমরা কেউ বুঝতে পারিনি। অনেক খোজাখুজির পরে বাড়ির পাশে পুকুরের পানি হতে নাতি জুনায়েদকে মৃত অবস্থায় উদ্ধার করি।
আরও পড়ুন: বাগেরহাটে বিপুল উৎসাহে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক
রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানা যায়, শিশু জুনায়েদ পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এই বিষয়ে রুহিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সান নিউজ/এইচএন