জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত মিজান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: বেগমগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যারাতে জামালপুর শহর বাইপাস রোডে চাপাতলা এলাকায় সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
রাতেই সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আরিফুল হক মুক্তা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আরিফুল হক মুক্তা জামালপুর শহরের মিয়াপাড়ার মৃত আনসার আলীর ছেলে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানাসহ জেলার অন্যন্য থানায় চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহনেওয়াজ খান বলেন, জামালপুর শহর বাইপাসের চাপাতলা এলাকায় মোটর সাইকেলে ধাক্কা লাগা নিয়ে এক মোটর সাইকেলের আরোহীর সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়।
ওই সড়কে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা মিজান তাদের ঝগড়াবিবাদ মেটানোর জন্য মুক্তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ফেরার পথে ওৎপেতে থাকা মুক্তাসহ তার সহযোগীরা আওয়ামী লীগ নেতা মিজানের উপর হামলা চালায়।
কিল-ঘুঁষিসহ এলোপাথারী মারধর করে। পরে স্থানীরা সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
স্থানীয় একাধিক সুত্র জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসী মুক্তা একজন ভাড়াটে সন্ত্রাসী। টাকার বিনিময়ে সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। সে একজন পেশাদার ছিনতাইকারী। চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত।
একসময় সাবেক বিএনপি নেতার ছায়াতলে থেকে সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। পরে চুরি ও ছিনাইয়ের মামলায় দীর্ঘদিন কারাবাসের পর বছর খানেক আগে জামিনে মুক্ত হয়ে জেলখানা থেকে বেড়িয়ে আসেন। পরে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেনের ছায়াতলে আশ্রয় নেয়। মুক্তার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ভূমিদস্যুতার কাজে নিয়োজিত আছে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: শার্শা ও বেনাপোল পোর্ট থানার উদ্যোগে আলোচনা সভা
এব্যাপারে জামালপুর পৌর আওয়ামী লীগের ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, মুক্তা আমার খালাতো ভাই। সে আমার আত্মীয় এটা ঠিক আছে তবে আমার আশ্রয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালায় এই তথ্য সঠিক নয়।
জামালপুর সদর থানার ওসি আরো বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরিফুল হক মুক্তাকে গ্রেফতার করা হয়েছে।
সান নিউজ/এইচএন