জেলা প্রতিনিধি: চট্টগ্রামে একটি বসতবাড়িতে বিস্ফোরণে দগ্ধ হয়ে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০) দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: খুলনায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু
রোববার (২৭ আগস্ট) রাত ২ টা ২০ মিনিটের দিকে নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ধুপফুল দিদারের ভাড়া ঘরে এ দুুুুুুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় দগ্ধ আনোয়ারা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, রোববার রাত ২ টা ২০ মিনিটের দিকে অগ্নিদগ্ধ ২ জনকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার
তিনি আরও জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
সান নিউজ/এনজে