নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীতে পদ্মার পানি আজও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ৮.৭৭ পয়েন্ট অর্থাৎ বিপদ সীমার ১২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানি দীর্ঘ্যস্থায়ী হওয়ায় পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের ভোগান্তির মাত্রা ছাড়িয়ে গেছে। পদ্মার পানি না কমার কারণে জলাবদ্ধতা তৈরী হয়ে জন সাধারণের ভোগান্তি আর দুর্ভোগ আরো দীর্ঘস্থায়ী হয়েছে। এসব অঞ্চলের মানুষ পর পর তিনবার বন্যার কারণে সীমাহীন কষ্টে জীবন যাপন করছেন। বার বার পানিতে তলিয়ে তাদের বাড়ি ঘরে বসবাসের অযোগ্য হয়ে পরেছে। বন্যার ফলে বার বার লোকসান গুনতে হচ্ছে জেলার কয়েক হাজার কৃষকের।
পর পর তিন দফা দীর্ঘ মেয়াদী বন্যায় জেলার গোয়ালন্দ, সদর, কালুখালী ও পাংশার পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত ১৩ টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। অনেকে এখনও পর্যন্ত কোন ধরনের সাহায্য সহযোগীতা না পাওয়ায় কষ্টে দিন যাপন করছেন।
প্লাবিত এসব স্থানে খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। রয়েছে গো খাদ্যের সংকটসহ নানা সমস্যা। এমনিতেই কয়েকবার বন্যার পানিতে মাছের ঘেরসহ ফসলি জমি নষ্ট হয়েছে, যার ফলে লোকসানে পরেছেন চাষীরা।
সান নিউজ/ আরএইচ