জেলা প্রতিনিধি: ঝিনাইদাহ জেলার কালীগঞ্জে শিয়াল মারার জন্য বিদ্যুতের তার দিয়ে বানানো ফাঁদে আব্দুল হামিদ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়।
আরও পড়ুন: ফের বাড়ছে যমুনার পানি
আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এ কৃষক। নিহত আব্দুল হামিদ একই গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।
পুকুরের মালিক খোরশেদ হোসেন জানান, শিয়াল ঠেকানোর জন্য একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম, তাতে মানুষ মরার কথা না কিন্তু কিভাবে মারা গেলো বুঝতে পারছি না।
আরও পড়ুন: পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ৫ জনের কারাদণ্ড
কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার বলেন, আব্দুল হামিদ শনিবার সকালে মাঠে যাচ্ছিলেন। তিনি যাওয়ার পথে পুকুরের কাছে পড়ে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
শিয়াল মাছ খাওয়া রোধে পুকুরটির মালিক বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এএ