এম.এ আজিজ রাসেল: কথা ও কাজে মিল রাখলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। গত রোববার ঘোষিত ৬ মাসের ২২ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছেন তিনি। প্রথমে তিনি চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডের ছোট—বড় ড্রেন খননের উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: সিরিয়াল নিতে অতিরিক্ত ২ হাজার টাকা
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ৮নং ওয়ার্ডের গোল দিঘির পাড় এলাকায় নালা খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, “আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী ছিল পর্যটন শহরকে জলাবদ্ধতা মুক্ত করা। যা আমার প্রথম কর্মদিবসে ৬ মাসের ২২টি পরিকল্পনার মধ্যে অন্যতম। পরিকল্পনা অনুযায়ী ড্রেন খনন কাজ শুরু হয়েছে। যা পর্যায়ক্রমে ১২টি ওয়ার্ডে চলবে।
এছাড়া অতি শিগগিরই সামরাই খালও খনন করা হবে। পাশাপাশি কস্তুরাঘটের দীর্ঘদিনের পুরোনো ফেরিঘাটেও নৌযান চলাচলের জন্য চালু করা হবে।”
আরও পড়ুন: ভবন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, নারী কাউন্সিলর শাহেনা আকতার পাখি, ইয়াছমিন আকতার, জাহেদা আক্তার, নাছিমা আকতার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ,
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।
সান নিউজ/এইচএন