জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) নামের এক মা ও তার কন্যাসন্তান নুসরাত জাহানের (৭ মাস) মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : অটোরিকশা-লরি সংঘর্ষে মা-মেয়ে নিহত
বুধবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী।
কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান। এসময় তাদের দুজনকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। আয়েশা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।
আরও পড়ুন : হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
তিনি আরও বলেন, গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর সাপটি উদ্ধার করেছেন। সাপের কামড়ে একসঙ্গে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সান নিউজ/জেএইচ