কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভার্চুয়াল জুম প্লাটফরমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
আরও পড়ুন: নলছিটিতে দুই পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতি
বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর যৌথ আয়োজনে এই কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়।
পরে ফিতা টেনে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। উদ্বোধন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: যৌন হয়রানি-বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শোভন রাংসা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
আরও পড়ুন: নিরবে চলে গেল কাজী লুলুর মৃত্যুবার্ষিকী
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদস্য আব্দুল মজিদ হাড়ি প্রমুখ।
এ ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী কে.কে.এম সাদেকুল আলম, মুক্তিযোদ্ধাসহ সূধিজন উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচএন