এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল হাটে দুটি সারের গোডাউনসহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ দগ্ধ আরও এক মৃত্যু
এ সময় দুটি সারের গোডাউন এবং ১ টি পান-জর্দ্দা ও চাউলের দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে পাশ্বর্বতী বাসিন্দারা গোডাউন ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি করে।
আরও পড়ুন: সুন্দরবনে কাঁকড়াসহ ২৬ জেলে আটক
খবর পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে তিনটি গোডাউনের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আকবর আলী খানের ছেলে মিঠু খান বলেন, ঘরে ৮০০ বস্তা সার ছিল। বেশির ভাগ পুড়ে গেছে। আর আগুন নেভানোর সময় পানিতে অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল ছিল।
আরও পড়ুন: মাদারীপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্তরা জানান, ঘর মালিক এমদাদ মাতুব্বরের একই সারির তিনটি ঘর গোডাউন হিসেবে ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের মঙ্গলবার (সাপ্তাহিক হাট) সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে দোকানগুলো।
দোকানে মালামাল গুদামজাত করে রাখা হয়। রাতে কিভাবে আগুন লাগলো, তা বুঝতে পারছেন না তারা। বিকেলে দোকানের বৈদ্যুতিক সংযোগও বন্ধ রেখে যান দোকান মালিকেরা।
আরও পড়ুন: বিয়ে করতে স্কুল শিক্ষককে নোটিশ
শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের আলী জানান, ক্ষতিগ্রস্তরা এখনো কেউ জানায়নি। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
সান নিউজ/এনজে/এইচএন