ঝালকাঠি প্রতিনিধি: কোনো রকম নিলাম ছাড়াই ঝালকাঠি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসকে বিদায়ী সম্মাননা
রোববার (২০ আগস্ট) বিকেল ৩ টায় সরেজমিন প্রাণী সম্পদ কার্যলয়ে গিয়ে দেখা যায় অফিসের সব পুরাতন মালামাল ভ্যান গাড়িতে তোলা হচ্ছে। কোনো রকম নিলাম ও উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এ মালামাল বিক্রি করে দেওয়া হয়।
খবর পেয়ে সংবাদ কর্মীরা সেখানে উপস্থিত হলে মালামাল রেখে ক্রেতা সটকে পরে।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবি
ক্রেতা মো. লিটন সাংবাদিকদের জানান, তিনি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম ক্রয় করেছেন। মালামালের মধ্যে রয়েছে কলাপসিবল গেট, ৭টা ফ্রীজ, ও ৪৬ টাকা দরে ৯০ কেজি জানালার গ্রীলসহ পুরতান অফিস সামগ্রী।
একটি সুত্র জানিয়েছে, জেলা প্রাণী সম্পদ হাসপাতালের নাইট গার্ড হাফিজ ও এ্যনিমেল এটেনডেন্ট মশিউর এসব মালামাল বিক্রি করেছে। তবে অফিস কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি এ কাজ করছেন বলে অফিসের একাধিক কর্মচারী জানিয়েছেন।
আরও পড়ুন: হাত জোর করে দাড়াবেন না, স্বাভাবিক থাকুন
এ অফিসের নাইট গার্ড হাফিজ বলেন, ৭টা ফ্রীজ ৩ হাজার ও ৪০ টাকা দরে ৫৫ কেজি লোহার দাম বলছে। তখন আমাদের অফিসের মশিউর বলছেন যা দাম বলছে তাতেই বিক্রি করে দেই।
অফিসের ক্যাশিয়ার মোশারেফ হোসেন বলেন, এ মাল কে বিক্রি করে তা আমরা জানিনা। আর স্যার ২ দিন হল এসেছে তাই সেও কিছু জানেনা।
এ বিষয়ে মালামালের দায়িত্বে থাকা ষ্টোর কিপার দোলোয়ার হোসেন বলেন, অফিসের মালামাল এক রুম থেকে অন্যরুমে নেয়ার জন্য ভ্যানে উঠানো হয়েছিলো।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। এর বেশী কিছুই বলতে পারবনা।
সান নিউজ/এইচএন