ঠাকুরগাঁও প্রতিনিধি : বেরসিক জনতার কারণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুর খননের সময় উদ্ধারকৃত একটি কৃষ্ণ মূর্তি হজম করতে পারল না আহসান হাবিব নামের এক ব্যক্তি। অবশেষে ২দিন পর প্রশাসন বনগাঁও এলাকা থেকে সাড়ে ৮ কেজি ওজনের ওই কৃষ্ণের মূর্তি উদ্ধার করে ট্রেজারিতে জমা করে।
আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে এক সাব-রেজিস্ট্রারে চলছে ৬ অফিস
গত বুধবার (১৬আগস্ট) দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে কোরিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় ওই কৃষ্ণের মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি আহসান হাবীব হাসান নামে এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে যায়।
বিষয়টি জানাজানি হলে প্রশাসনের টনক নড়ে এবং শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা পুলিশ ফোর্স নিয়ে নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে আহসান হাবীব হাসানের বাড়ি হতে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন : ভোলায় মদ-ইয়াবাসহ আটক ২
রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান, সংবাদকর্মী ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই গ্রামে গিয়ে কৃষ্ণ মূর্তিটি উদ্ধার করা হয়। শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার সকালে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হয়েছে।
সান নিউজ/জেএইচ