বেনাপোল প্রতিনিধি : যশোরে হেরোইনের মামলায় মোতালেব নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন : গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোতলেব শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের রজব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
আরও পড়ুন : সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর রাতে ডিবি পুলিশ শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় জানতে পারে শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামে বেতনা নদীর ব্রিজের উপর এক ব্যক্তি হেরোইন নিয়ে বিক্রির জন্য অবস্থান করছেন। তাৎক্ষনিক রাত সাড়ে ১০ টায় তারা অভিযান চালিয়ে মোতালেবকে আটক করে। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।
বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক এ আদেশ দেন। মোতালেব উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়া হয়।
সান নিউজ/এমআর