নিজস্ব প্রতিবেদক
বরিশাল: প্রতিকূল আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোতে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বরিশাল নৌ-বন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বৈরি আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বৈরি আবহাওয়ায় ছাড়লেও লক্ষ্মীপুরগামী লঞ্চগুলো উত্তাল মেঘনা পাড়ি না দিয়ে ফের বরিশাল নৌ-বন্দরে ফিরে এসেছে।
বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, ২৪ ঘন্টায় এই বিভাগে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রে স্পষ্ট লঘুচাপে সৃষ্ট নিম্নচাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।
আগামী দুইদিন এমন অবস্থায় থাকতে পারে বলেও মনে করে আবহাওয়া অধিদপ্তর। মাহফুজুর রহমান বলেন, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত ও নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, বিভাগের ৪২টি নদীর মধ্যে কোনো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে সর্বশেষ সকাল ৯টায় দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। যা এই বিভাগে সর্বোচ্চ নদীর পানি।
সান নিউজ/ এআর