এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আরও পড়ুন: স্বাচিপ’র আয়োজনে আলোচনা সভা
মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন ও বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার লিয়াকত আলী খানের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন: শোক সভায় নেতাকর্মীদের অনুপস্থিতি
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা
এছাড়া বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহজাহান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, সাংবাদিক ফজলুল হক খোকন, শিক্ষক হরিচাঁদ কুন্ডু প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন: ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ আজ
এরপর দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা রোপন ও বিতরণসহ বিভিন্ন মসজিদে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে কোরআন খতম এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ পৌরসভা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কর্মসূচি পালন করে।
সান নিউজ/এনজে