জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ২২ ঘণ্টার ব্যবধানে ইয়াসিন (১২) ও ইসা হাওলাদার (১৩) নামের দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইয়াসিনের পরিবারের দাবি, বন্ধু ইসা হাওলাদারের শোকে ইয়াসিন আত্মহত্যা করেছে।
আরও পড়ুন : জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
ইয়াসিন উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে এবং ইসা হাওলাদার রাজেস্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে। দুজনই কদমতলার মোহসিনিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
দুই পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য কাওছার হোসেন বলেন, তিন দিন ধরে একই পোশাক পড়ার কারণে ইসা হাওলাদারকে তার বাবা বকাবকি করেন। যার কারণে বাবার ওপর অভিমান করে সোমবার দুপুরে গোয়াল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ইসা। বন্ধু ইসার মৃত্যুতে ইয়াসিন চরম শোকাহত হয়ে পড়ে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে ইয়াসিনও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি খুবই দুঃখজনক।
আরও পড়ুন : পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধু ইসার মৃত্যুর শোক সইতে না পেরে ইয়াসিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/জেএইচ