নিজস্ব প্রতিবেদক:
বোয়ালমারী (ফরিদপুর): বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের বাকিয়ার শেখ হত্যা মামলার তিন আসামিকে নবকাম পল্লী ডিগ্রি কলেজ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। সালথা উপজেলার যদুনন্দী গ্রামে অবস্থিত কলেজটিতে কর্মরত ওই তিনজন হচ্ছেন, মামলার ১নং আসামি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান মোল্যা, ৪নং আসামি বিজ্ঞান বিভাগের প্রদর্শক মো. আইয়ুব আলী খান ও ৬নং আসামি কম্পিউটার ল্যাব সহকারী নাসির শেখ।
সালথা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মামলার বাদিনী নিহতের স্ত্রী নার্গিস বেগম লিখিত আবেদনে হত্যা মামলার আসামি হওয়ায় ওই তিনজনের সরকারি বেতন বন্ধসহ চাকরি থেকে বরখাস্তের দাবি জানান।
মামলায় অভিযোগ করা হয়েছে, অধ্যাপক মিজানুর রহমান মোল্যার হুকুমে মো. আইয়ুব আলী খান ও নাসির শেখসহ ২৯/৩০ জনের দল গত ১৯ মে বাকিয়ার শেখকে পূর্ব পরিকল্পিতভাবে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পরদিন নিহত বাকিয়ারের স্ত্রী নার্গিস বোয়ালমারী থানায় মামলাটি করেন।
নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, কলেজের গভর্নিং বডিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে জানতে চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেই অনুসারে ব্যবস্থা নেবো।’
সান নিউজ/ এআর