ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রহিদুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে হাত-পা বাধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া গ্রামে তার বাড়ির পিছনে খড়ের গাদার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
রহিদুল ইসলাম ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও পাচঘরিয়া হাজিপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে।
ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলী হাসান জানান, শনিবার ভোর ৪টার দিকে প্রতিদিনের ন্যায় ছাত্রদের ফজরের নামাজ পড়তে উঠিয়ে দেওয়া হয়। পরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল সাড়ে ৬টার দিকে তাকে বাড়ির খড়ের গাদার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গজারিয়ায় রশি ছিঁড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু
তার গো গো শব্দে আশপাশের লোকজন ছুটে এসে পলিথিনে মোড়ানো বাধন খুলে অসুস্থ অবস্থায় মাদ্রাসা ছাত্র রহিদুলকে বের করে আনে।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে হাত-পা বাধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কে বা কারা এ ঘটনায় জড়িত তার কোন কুল কিনারা করতে পারেনি তার পরিবার।
আরও পড়ুন: চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন
ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আরও জানান, ঘটনাটা রহস্যজনক। তার বাবা-মা এ ব্যাপারে কোন ধারণা দিতে পারছেন না।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কোন সমস্যা না থাকায় ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
এলাকাবাসি জানান, কে বা কারা এলাকায় আতংক সৃষ্টির লক্ষ্যে বা মাদ্রাসার সুনাম নষ্টের জন্যে এ ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: ইয়াবাসহ নারী আটক
হরিপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ৯৯৯ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত: ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এইচএন