জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আরও পড়ুন : সুবর্ণচরে হরিণ শাবক প্রসব
শুক্রবার (১১ আগস্ট) দুপুর সোয়া দুইটায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
এরআগে বুধবার (৯ আগস্ট) নগরীর ইপিজেড থানার এম আলী নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকার ফারুক মাঝির ছেলে নুর মোহাম্মদ নয়ন (২৩), ব্যরিস্টার কলেজ রোডের মৃত হানিফের ছেলে সম্রাট (২৩) ও নোয়াখালীর বসুরহাট থানার পাঁচবাড়ী গ্রামের আবদুল হাদির ছেলে রাহাদ (১৭)।
আরও পড়ুন : আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪
র্যাব জানায়, গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা মূলত চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দিন-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতো, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে থাকে।
আরও পড়ুন : কিশোরকে হত্যা, অটোরিকশা ছিনতাই
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশে নগরীর ইপিজেড থানার এম আলী নগর এলাকায় জড়ো হয়। সাধারণ মানুষসহ প্রাত্যহিক চলাচলরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় র্যাব।
সান নিউজ/জেএইচ