আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: পাসপোর্ট অফিসে যুবককে মারধরের অভিযোগ
শুক্রবার (১১ আগস্ট) পার্বত্য খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মুড়ি, চিড়া, গুড়, ওরস্যালাইন ও লবণ বিতরণ করেন।
মুক্তা ধর পিপিএম (বার) বলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ বন্যার্ত ও অসহায় মানুষের পাশে সবসময় থাকবে। পুলিশ দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে সবার আগে জনগণের পাশে থাকে।
আরও পড়ুন: কিশোরকে হত্যা, অটোরিকশা ছিনতাই
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সার্কেল) জনাব তফিকুল আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ও ডিআইও-১ জনাব আনোয়ারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।
সান নিউজ/এনজে