ঠাকুরগাও প্রতিনিধি : নির্ধারিত কবরস্থান, পৃথক ভূমি কমিশন গঠন, ঘরবাড়ি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুবিধাসহ ৯ দফা দাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আরও পড়ুন : আ. লীগ ভোটাধিকার সুরক্ষিত করেছে
বুধবার সকাল ১১ টায় আদিবাসী নারী ও পুরুষদের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরেরর সাওতাল স্কুল থেকে বের হয়ে জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে এসে শেষ হয় এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাও জেলা শাখার সভাপতি যাদোব খালকো, সাধারণ সম্পাদক দুলাল তিগ্যা, এডভোকেট ইমরান আলী, সাংবাদিক এটিএম শামসুজ্জোহা প্রমুখ।
সান নিউজ/এমআর