ছবি : সংগৃহিত
সারাদেশ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা

আমার বিয়েতে ২০ হাজার টাকা উপহার দিয়েছিলেন

এম.এ আজিজ রাসেল: কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

আরও পড়ুন: যুবদল নেতার মরদেহ উদ্ধার

মঙ্গলবার (০৮ আগস্ট) জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। তিনি স্মৃতিচারণ করে বলেন, "তৎকালীন আমার বিয়ের জন্য খান বাহাদুর মোস্তাককে ২০ হাজার টাকা উপহার দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। পরে আমি গেলে বঙ্গমাতা সেই উপহার পেয়েছিলাম কিনা জিজ্ঞেস করেছিলেন, তখন আমি প্রতিত্তোরে হ্যাঁ জবাব দিই।"

সাংসদ কানিজ ফাতেমা আহমেদ আরও বলেন, "সত্যিকার অর্থে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ, সাহসী যোদ্ধা ও বিচক্ষণ নারী। যে কারণে তাঁর সাহচর্যে, অসীম ত্যাগ ও প্রেরণায় শেখ মুজিবুর রহমান হতে পেরেছেন ‘বঙ্গবন্ধু ও জাতির পিতা’।

আরও পড়ুন: ভারসাম্যহীন হাফিজা ফিরে পেল পরিবার

তিনি জীবনের সকল পর্যায়েই নিঃস্বার্থভাবে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সংকটের সঙ্গী হয়ে, জীবনের চালিকাশক্তি হয়ে। প্রচারবিমুখ এই মহিয়সী নারী কাজ করে গেছেন নীরবে-নিভৃতে। হাসিমুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন।

বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব একে অপরের সম্পূরক। বাংলার ইতিহাসে জাতির সংগ্রামী নেতৃত্ব সৃষ্টিতে নীরবে-নেপথ্যে অনবদ্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।"

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস।

আরও পড়ুন: চরমোনাই মাদরাসার শিক্ষক নিহত, আহত ৪

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জেল সুপার মো. শাহ আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিনসহ আরও অনেকেই।

পরে জেলায় অসচ্ছল নারীদের মাঝে ৪৫টি সেলাই মেশিন ও বিভিন্ন মহিলা সমিতিকে ৭ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী।

এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম বিশাল ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক।

আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ

কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোহাম্মদ মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজু...

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি ক...

আ’লীগকে নির্বাচনে আনতে চাই বলিনি

নিজস্ব প্রতিবেদক : আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিন...

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা