গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে রায়হান মিয়া (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন: চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গত ৫ আগস্ট শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া একই ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে ও ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আরো পড়ুন: মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম
এলাকাবাসী বলেন, শনিবার রাতে রায়হান পিতার সাথে চৌরাস্তা বাজারে পান-সিগারেটের দোকানে ছিল। সন্ধ্যার পর থেকেই এলাকায় টানা বৃষ্টি পড়ায় পিতা-পুত্র বাড়ি ফেরার অপেক্ষা করেছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বৃষ্টি থামলে দোকান বন্ধ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে আটকে যায় রায়হান। তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রায়হান মিয়াকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এএ