জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিয়ের আগের রাতে ‘ধামাইল নাচ’ নিয়ে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্র হত্যায় বিক্ষোভ
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হৃদয় মিয়া (১৮), নাসেল মিয়া (৪৫), মিলু (১৮), আশ্বব মিয়া (৬০), মিছকার (৫৫), সুন্দর মিয়া (৬৫), সেলিম (৩৫), আবু কালাম (২৪), আকবর (২২), আমিন মিয়া (১৮), বাক্কর মিয়া (৫২), আয়াতুন বেগম (৫৫), হোসেনা বেগম (৩৫), লায়লুছ মিয়া (১৮), মাহিম (২৮), ফরিছ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৮), শাকিল মিয়া (২১), শানাই মিয়া (৪৫), আয়াছ (২৮), আহাদ মিয়া (৬৫), আব্দুস সালাম (১৮), মিজানুর রহমান (৪০), পাবলু মিয়া (১৮), ইদাই মিয়া (৪৫), শামিম (৩২), এবাদুর রহমান (২৭), ইসকার মিয়া (৬৫), আজাদ মিয়া (৬৫), ইদুকার মিয়া (৬২), হাবিবুর রহমান (১৮), মতি মিয়া (৩৬), আব্দুল হাকিম (২০), সেকাদ আলী (৩০), পাপ্পু (২৩), আছকির আলী (৪৪), রমজান আলী (২১), মাহমুদুল আহমদ (১৮), নাজমুল (১৪), মুক্তার মিয়া (৭০), নাসাই মিয়া (৫০), মিলু আহমদ (১৮) প্রমুখ।
আরও পড়ুন: জুতায় মিললো ৫টি সোনার বার
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ে ছিল। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বরের বাড়ি ‘ধামাইল নাচ’ দেওয়ার জন্য এলাকার কিছু ছেলে জড়ো হয়।
এ সময় এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া ও লালা মিয়ার সন্তানদের সাথে ইসকার, মিসকার মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হলে বিষয়টি স্থানীয়রা সমাধান করে দেন।
আরও পড়ুন: বিচারের জন্য আল্লাহই যথেষ্ট
ইউপি সদস্য সুহেল আহমদ জানান, আগের দিনের ঘটনার সূত্র ধরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় ২ পক্ষ মিলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ২ ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র ব্যবহারসহ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়।
এ ঘটনায় গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশ্বব মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু
বাকিদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সান নিউজ/এএ/এনজে