নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী পৌর শহরের বাসিন্দা হওয়া সত্ত্বেও শহরের অন্যান্য এলাকার মানুষের মত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা না পাওয়ায় মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ করেছে বড়বাড়ি, দক্ষিণ সবুজবাগ, আরামবাগ এলাকাবাসী।
আরও পড়ুন : নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান
শুক্রবার দুপুর ২টায় বড়বাড়ি জামে মসজিদ প্রঙ্গনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক মানুষ।
মানববন্ধনে বড়বাড়ি, দক্ষিণ সবুজবাগ, আরামবাগ এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন এ্যাডভোকেট মোঃ কামরুল আহসান, মোঃ নজরুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন প্রমুখ।
আরও পড়ুন : পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট
বক্তারা বলেন, পৌর শহরের ভিতরে থাকা স্বত্ত্বেও তাদের এলাকার বিদ্যুৎ সংযোগ জৈনকাঠী ফিডারের সাথে হওয়ার কারণে তারা নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন না। এমনকি সামান্য ঝড় বৃষ্টি বা বাতাস হলেই এসব এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। শহরে থেকেও তারা নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। অচিরেই এসব এলাকার বৈদ্যুতিক সংযোগ শহরের অন্য কোন ফিডারে সংযুক্ত করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
সান নিউজ/এমআর