দক্ষিণাঞ্চলে বন্যায় পানি ছিল আম্পানের চেয়েও বেশি
সারাদেশ

দক্ষিণাঞ্চলে বন্যায় পানি ছিল আম্পানের চেয়েও বেশি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: টানা পাঁচদিন দক্ষিণাঞ্চলের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার (২৪ আগস্ট) নিচে নেমে গেছে। বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম।

তিনি বলেন, পানি দীর্ঘস্থায়ী না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। যদিও বিপৎসীমার ওপর দিয়ে গত পাঁচদিন আপেক্ষিকভাবে যেভাবে পানি প্রবাহিত হয়েছে, তাতেই ইতোমধ্যে ফসলের ক্ষেত, মৎস্যঘের ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে।

বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরিমাপে কাজ করছে বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস অধিদপ্তর ও সড়ক বিভাগ।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সর্বশেষ রোববার (২৩ আগস্ট) বিভাগের প্রধান প্রধান নদীর মধ্যে কয়েকটির পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। কিন্তু সোমবার কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। বিভাগের জেলাগুলোতে গত ২০ আগস্ট থেকে পাঁচদিনে পর্যায়ক্রমে যে পরিমাণ পানি উঠেছে, তা সুপার সাইক্লোন আম্পানের জলোচ্ছ্বাসের চেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

তিনি জানান, বিভাগের বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও ভোলা জেলায় বন্যা পরিস্থিতি ছিল। তবে শনিবার (২২ আগস্ট) রাত থেকে নদীর পানি ক্রমান্বয়ে কমতে শুরু করায় ঝুঁকিও কমে আসতে থাকে।

সর্বশেষ সোমবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিভাগের ৪২টি নদীর মধ্যে আজ পর্যন্ত ছয়টি নদীতে পানিপ্রবাহ বেশি ছিল। তবে নদীগুলো বিপৎসীমা অতিক্রম করেনি। এর মধ্যে বরিশাল জেলার কীর্তনখোলা নদীর সর্বোচ্চ পানিপ্রবাহ ছিল ২.১৭ সেন্টিমিটার। এই নদীর বিপৎসীমার পরিমাপ ২.৫৫ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার ০. ৩৮ সেন্টিমিটার নিচ থেকে প্রবাহিত হচ্ছে পানি। ভোলা জেলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনার পানি প্রবাহিত হচ্ছে ৩.৫৫ সেন্টিমিটার। ভোলা জেলার তেঁতুলিয়া নদীর পানি প্রবাহিত হচ্ছে ২.৬৬ সেন্টিমিটার উচ্চতায়, যা বিপৎসীমার ০.২৪ সেন্টিমিটার নিচে। বরগুনার বিষখালী নদীর পানি প্রবাহিত হচ্ছে ১.৩৮ সেন্টিমিটার উচ্চতায়। পাথরঘাটা উপজেলার বিষখালী অংশে পানি প্রবাহিত হচ্ছে ১.৫৫ সেন্টিমিটার উচ্চতায় এবং আমতলী উপজেলার পায়রা/বুড়িশ্বর নদীর পানি প্রবাহিত হচ্ছে ১.৬০ সেন্টিমিটার উচ্চতায়।

উত্তর বঙ্গোপসাগরে জেগে ওঠা স্পষ্ট লঘুচাপে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলে পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবারের বন্যায় ছয় জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

৪ বার টেন্ডারেও তালতলা-ডহরী খালে সেতু নির্মাণ শুরু হয়নি

ভিত্তিপ্রস্তরের দুই বছরেও মুন্সীগঞ্জের তালতলা-ডহরী খালে স্টিলের বেইলি ব্রিজের...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা 

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে...

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে ইইই ফেস্ট অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইইই (ইলেক...

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, নামাজ আদায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার...

বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীব...

নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা‎‎

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি, রাজনীতিক-সমাজ সেবক ও নাগরিক আন...

প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, ৫০ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর...

নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কর্মকর্তা নিহত

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ও...

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা