সারাদেশ

সড়কে ঝরল চিকিৎসকের প্রাণ 

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় হিল্লোল দে (৩০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকার কাজল চন্দ্র দের ছেলে।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

নিহতের স্বজনরা জানান, সকালে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিতে ভোলা যান হিল্লোল দে। লঞ্চে উঠিয়ে দিয়ে সেখান থেকে ফেরার পথে লালমোহনের কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান এলাকায় পৌছালে তাকে সামনে থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ডা. হিল্লোল দেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : বন্দুকযুদ্ধে সাজাপ্রাপ্ত আসামি নিহত

এদিকে, চিকিৎসক হিল্লোল দের মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্খীদের কান্নায় ভারী হয়ে ওঠে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন। তিনি ৪২ তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা