নিজস্ব প্রতিনিধি: রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আরও পড়ুন: স্লোগানে মুখরিত রংপুর শহর
বুধবার (২ আগস্ট) দুপুর ১২ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভা পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সদস্য সচিব মাজেদ আলী বাবুল।
আরও পড়ুন: রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন রংপুরের পুত্রবধূ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৩ টায় সমাবেশস্থলে আসবেন তিনি এবং রংপুরবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩০
জানা গেছে, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের ২৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন।
ইতিমধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে রংপুরের ঐতিহাসিক জিলা স্কুল মাঠ। মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের ২ দিকে অবস্থান নিয়েছেন বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। নানা রঙের পোশাক ও বাদ্যযন্ত্রের তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।
আরও পড়ুন: তারেক-জোবায়দার রায় আজ
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরও উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সান নিউজ/এনজে