মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপির কোনো সহিংস কর্মসূচী নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন।
তিনি বলেন, আমরা দেশের মানুষকে একত্রিত করে ভোট দিতে চাচ্ছি। এতে বিএনপির কোনো সহিংস কর্মসূচী নেই। আমরা জেলে যাবো, মরে যাবো, কারো কোন ক্ষতি করবো না। আমরা রক্তাক্ত হবো, কাউকে রক্তাক্ত করবো না। আমরা শুধু ভোট দিতে চাই, ভোটের অধিকার চাই।
আরও পড়ুন : আ’লীগ প্রার্থী সাজ্জাদুলকে জয়ী ঘোষণা
বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনায় সোমবার (৩১ জুলাই) মুন্সীগঞ্জে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে কামরুজ্জামান রতন এসব কথা বলেন। এদিন বেলা সোয়া ১১ টার দিকে শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
রতন বলেন, বিএনপির কর্মসূচি থেকে অন্যায় ভাবে বহু নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। গায়েবি, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শতশত মানুষকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর কত মানুষকে রক্তাক্ত করবে। দেশে ১১ কোটি ভোটার। ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাই মাঠে নামবে। আরও রক্ত দিবে। তিনি ভোটের অধিকার ফিরিয়ে তত্বাবধায়ক সরকার গঠন ও দলটির সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
আরও পড়ুন : ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক শাহজাহান খান, এ কে এম ইরাদত হোসেন মানু, সিরাজদীখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মো. আব্দুল্লাহ্ , পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, ভিপি মাসুৃম, ইদ্রিস মিয়াজী মোহন, অ্যাডবোকেট আসাদুজ্জামান ইকু, সাবেক কাউন্সিলর এনামল হক, ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক মুন্না সহ বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সান নিউজ/জেএইচ