কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে বঙ্গোপসাগর দিয়ে পাচারের সময় ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। যা চলতি বছরের ইয়াবার সবচেয়ে বড় চালান বলে জানা গেছে। আটক করা হয়েছে দুই রোহিঙ্গাকে।
র্যাবের পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। তবে কখন এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় কক্সবাজারে র্যাব-১৫ এর কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয়।
র্যাবের একটি সূত্র জানায়, আটক মাদক কারবারিরা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। বেশ কিছুদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিল। এক পর্যায়ে গভীর সমুদ্র থেকে ১৩ লাখ ইয়াবাসহ তাদের আটক করতে পুলিশের এই এলিট ফোর্সটি সক্ষম হয়।