কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ১শত পরিবারের মাঝে ১টি করে আম ও ১টি করে নিমগাছ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : যারাই চোখ রাঙাচ্ছে, লাভ হবে না
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১ টায় পরিবেশবাদী সংগঠন অরণ্য এর উদ্যোগে উলিপুর উপজেলায় বুড়াবুড়ি ইউনিয়নের সাদীর গ্রামে গাছ বিতরণ করা হয়।
অরণ্যের দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এশিয়ান টেলিভিশনের উলিপুর উপজেলা প্রতিনিধি মাহামুদুল হাসান শাহীন ও মহসিন আলি দুলাল।
আরও পড়ুন : একদিনে আরও ৪ জনের মৃত্যু
বক্তারা বলেন, বতমান বৈশ্বিক জলবায়ু অস্বাভাবিকভাবে পরিবর্তন রোধে আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো, এর ধারাহিকতায় অরণ্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে গাছ রোপন করে আসছে, গাছ রোপন করাই অরণ্যের এক মাত্র লক্ষ। এসময় উপস্থিত ছিলেন, অরণ্যের উপদেষ্টা নুর আমিন ও একরামুল হকসহ অরণ্যের সকল সদস্য বৃন্দ।
সান নিউজ/এমআর