আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
আরও পড়ুন: বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় দিকে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বেলুন ও কবুতর উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
সভায় ভ্যালেন্টিনা ত্রিপুরা’র সঞ্চালনায় ও জেলা মৎস্য বিভাগের আহ্বায়ক শতরুপা চাকমা সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অত্র ইনস্টিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বলেন, মাছ চাষ অত্যন্ত লাভজনক ব্যবসা। আমাদের শরীরের জন্য আমিষ প্রচুর পরিমাণে প্রয়োজন, বেঁচে থাকতে হলে আমাদের আমিষের চাহিদা মেটাতে হবে। মাছে মধ্যে প্রচুর পরিমাণে আমিষ থাকে। মাংসের চেয়ে মাছে আমিষের পরিমাণ বেশি হওয়ায় আজ দেশে এবং বিদেশে মাছের চাহিদা অনেকাংশে বেশি।
একসময় এ পার্বত্যাঞ্চলে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে আজ প্রায় এ মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমাদের চিংড়ি মাছসহ বিভিন্ন প্রজাতের মাছের উৎপাদনে পরিমাণ বৃদ্ধি করতে হবে, যাতে আমিষের ঘাটতি পূরণ করা সম্ভব হয়।
আরও পড়ুন: ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌফিকুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন,খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন প্রমূখ।
সান নিউজ/এইচএন