ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে নিহতদের পরিবারে শোকের মাতম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৪৯) পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের পরিবারে শোকের মাতম চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

আরও পড়ুন: ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় মরদেহ হস্তান্তরের পরে এদের যার যার বাড়িতে দাফন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। দোষী চালক, হেলপার ও সুপারভাইজারকে আইনের আওতায় এনে বিচার করা হবে।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। বাসের চালক মোহন, হেলপার বুলেট আশিক ও সুপারভাইজার মো. ফয়সাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় নিহত স্বজনদের সাথে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সাথে যোগাযোগ করা হয়। এখন পর্যন্ত তারা কেউই মামলা করতে আগ্রহী না হওয়ায় কোন মামলা রুজু হয়নি। কেউ মামলা করতে আগ্রহী না হলে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করবে।

আরও পড়ুন: অবরোধ-ভাঙচুর রাজনৈতিক অপরাধ

বাস দুর্ঘটনায় আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন রবিবার (২৩ জুলাই) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল তারা চিকিৎসাধীন ছিলেন।

আহত বাকি ২ জন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের অবস্থা শংঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতরা অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০ টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাবার পথে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা নামক স্থানে বাশার স্মৃতি পরিবহনের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ১৭ যাত্রী নিহত হয় এবং ৩৫ যাত্রী আহত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা