ছবি : সংগৃহিত
সারাদেশ
কক্সবাজার পৌরসভা

শপথ নিলেন নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরেরা

এম.এ আজিজ রাসেল: শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র—কাউন্সিলরেরা।

আরও পড়ুন: মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

রোববার (২৩ জুলাই) সকালে তাঁদের শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

শপথ গ্রহণের পর কক্সবাজার পৌরসভাকে সাজাতে নবউদ্যোমে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, "সেপ্টেম্বর থেকে নতুন পৌর পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন: কেশবপুরে আইনজীবীদের মত বিনিময় সভা

এই কমিটি সবার পরামর্শের এলাকার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ তরান্বিত করবে। যাতে ওয়ার্ডে ওয়ার্ডে কাঙ্খিত উন্নয়ন হয়। কোন নাগরিক যেন সেবা থেকে বঞ্চিত না হয়। এ ক্ষেত্রে কারও গাফেলতি মেনে নেয়া হবে না।"

মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পাশাপাশি শপথ গ্রহণ করেন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেনা আকতার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর জাহেদা আক্তার, সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর নাছিমা আকতার।

আরও পড়ুন: কারো ফরমায়েশে নির্বাচন হবেনা

সাধারণ ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।

আরও পড়ুন: গাইবান্ধায় যৌথ সম্মেলন অনুষ্ঠিত

প্রসঙ্গত, গত ৫ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১২ জুন অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা