নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ইকরামুলের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার করেন।
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা-ঘিবা জোড়া ব্রিজের নিচে কোদলা নদীতে শনিবার (২২ আগস্ট) বেলা একটার দিকে নিখোঁজের সাত ঘণ্টা পর ইকরামুলের মরদেহ পাওয়া যায়।
ইকরামুল ধান্যখোলা দক্ষিণপাড়া গ্রামের ইমামুলের ছেলে।
স্থানীয়রা জানান, তিন বন্ধু ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ কোদলা নদীর ব্রিজ থেকে লাফিয়ে সাঁতার কেটে দক্ষিণ দিকে যায়। সেখান থেকে ফেরার সময় রনি ও হাবিবুল্লাহ ব্রিজে উঠলেও ইকরামুল উঠতে পারেনি।
রনি বলেছে, ‘আমরা একসঙ্গে সাঁতার কেটে আসছিলাম। ব্রিজের কাছে এসে ইকরামুল হারিয়ে যায়। তাকে আমরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে গ্রামের লোকজনকে খবর দেই। তারা এসে চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি।’
ঘিবা গ্রামের যুবক আজিজুল বলেন, ‘আমরা হারিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার করতে না পেরে বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেই।’
বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন বলেন, আমরা বেনাপোল ইউনিটের ছয়জন উদ্ধার কাজ চালাই। খুলনা থেকে ডুবুরিদল এসে সন্ধ্যা সাতটার দিকে ইকরামুলের মরদেহ উদ্ধার করেছেন।’
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
সান নিউজ/ এআর