নিজস্ব প্রতিনিধি: সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আব্দুল্লাহপুরে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
বুধবার (১৯ জুলাই) দুপুর ১২ টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিএনপির এ পদযাত্রা শুরু হয়। এতে মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত যানজট দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, পদযাত্রা শুরুর আগে থেকে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিলে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
এদিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে মহাসড়কটি স্থবির হয়ে পড়ে।
এ সময় তীব্র যানজট এবং ভ্যাপসা গরমে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত উড়াল সড়ক দিয়ে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়।
আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন কাল
উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কর্তব্যরত পুলিশ পরিদর্শক কাজী মিজান জানান, বিএনপির পদযাত্রার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
পদযাত্রাটি কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে বাড্ডা সড়কে প্রবেশ করলে যানজট আর থাকবে না বলে জানান তিনি।
সান নিউজ/এনজে